More
    HomeSports News‌রণজি ট্রফি :‌ আজ থেকে প্রতিপক্ষ চন্ডীগড় তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে...

    ‌রণজি ট্রফি :‌ আজ থেকে প্রতিপক্ষ চন্ডীগড় তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে ত্রিপুরা

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। শেষ প্রস্তুতি সেরে নিলেন ত্রিপুরা এবং চন্ডিগড়ের ক্রিকেটাররা। আগামীকাল থেকে মুখোমুখি হচ্ছে দু-‌দল। রণজি ট্রফি ক্রিকেটে। চন্ডিগড়ে, সেক্টর ১৬, ক্রিকেট স্টেডিয়ামে হবে চার দিনের ওই ম্যাচটি। আসরে আপাতত ৫ ম্যাচ খেলে চন্ডীগড়ের পয়েন্ট ৪ এবং ত্রিপুরার পয়েন্ট ১৪। আসরে চন্ডিগড় ৪ টি ম্যাচে ড্র করে এক এক করে মোট চার পেয়েছে। ত্রিপুরা পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয়, একটিতে পরাজয় এবং বাকি দুটোতে ড্র করে মোট ১৪ পয়েন্ট পেয়েছে। বিগত ম্যাচে যে দল ছিলো সেই প্রথম একাদশই চন্ডিগড়ের বিরুদ্ধে রেখে দিতে চাইছে ত্রিপুরা। ফলে ত্রিপুরার হয়ে গোড়া পত্তন করবেন বিশাল ঘোষ এবং বিক্রম কুমার দাস। এরপর যথাক্রমে নামবেন শ্রীদাম পাল, সুদীপ চ্যাটার্জি, সতীশ গনেশ, দলনায়ক ঋদ্ধিমান সাহা এবং বিক্রম দেবনাথ। জোরে বোলার হিসাবে খেলবেন মণিশঙ্কর মুড়াসিং, রাণা দত্ত এবং অভিজিৎ সরকার। এদিন বেশ কয়েক ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। এদিকে, জয় না পেলেও অন্ততপক্ষে ত্রিপুরা কে রুখে দিতে চন্ডিগড় নিজেদের মতো প্রস্তুতি সেরে নিয়েছে। আগামীকাল থেকে মাঠে দেখা যাবে দু দলের লড়াই।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img