ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি।। তদন্তের সাথে যে-কোনও সময়ে যে-কোনও প্রশ্নের উত্তর দিতে সব সময় প্রস্তুত রয়েছি। এখনও প্রস্তুত। আগামী দিনেও প্রস্তুত থাকবো। প্রথম জয়, দ্বিতীয় জয় – এ ধরনের জয়ের কথা বলে যাঁরা সুর চরাচ্ছেন, প্রকৃতপক্ষে তাঁরা টিসিএ-র পদাধিকারী হওয়ার পথ খুঁজছেন। রাজ্যবাসী দেখছেন এবং শুনছেন। ক্রিকেটপ্রেমীরা বুঝতে পারছেন, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন কোন পথে হাঁটছে। আইন, আইনের পথে এগুবে। আইনের প্রতি শতভাগ আস্থা রয়েছে। বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলা ঠিক হবে না, তবে এইটুকু বলতে পারি, যে সত্যের জয় অবশ্যম্ভাবী। অনেকটা এভাবেই ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশনের নির্বাচিত প্রাক্তন সচিব তাপস ঘোষ এক সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে উনার মতামত তুলে ধরেন। সাম্প্রতিক ক্রাইম ব্রাঞ্চে অভিযুক্ত করে দায়ের করে মামলার প্রতিক্রিয়া জানতে চাইলে বিষয়টা বিচারাধীন বলে উল্লেখ করে, এখনও থানা বা আদালত থেকে কোনও কাগজ তিনি পাননি বলে উল্লেখ করেছেন। স্পেশাল ইনভেস্টিগেশন টিম তথা সিট গঠনের পাশাপাশি প্রয়োজনে সিবিআই তদন্ত করলেও এ বিষয়ে উনার পক্ষ থেকে সাধুবাদ থাকবে বলে উল্লেখ করেছেন।