চন্ডিগড়-৩৫৬ & ১১৬/০
ত্রিপুরা-৪৩৮
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। লিড নিলো ত্রিপুরা। প্রথম ইনিংসে। লিড নিয়ে ৩ পয়েন্ট কার্যত পকেটে পুড়ে নিয়েছেন ঋদ্ধিমান-রা। বড় কোনও অঘটন না ঘটলে ম্যাচ শেষ হবে অমিমাংশিত। তবে সোমবার সকালে যদি ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে পারেন তাহলে ম্যাচের গতি প্রকৃতি অন্য রকম হতেও পারে। চন্ডিগড়ের সেক্টর ১৬ মাঠে স্বাগতিক দলের গড়া ৩৫৬ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ৪৩৮ রান করে। ৮২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে চন্ডিগড় কোনও উইকেট না হারিয়ে ১১৬ রান করে। আপাতত ৩৪ রানে এগিয়ে চন্ডিগড়। ত্রিপুরার গনেশ সতীশ, বিক্রম দেবনাথ, দলনায়ক ঋদ্ধিমান সাহা এবং সহ অধিনায়ক মণিশঙ্কর মুড়াসিং অর্ধশতরান করেছেন। তবে দুর্ভাগ্য মণিশঙ্করের। দুর্দান্ত ব্যাট করলেও মাত্র ৬ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছে। দ্বিতীয় দিনের ৪ উইকেটে ১৬৩ রান নিয়ে খেলতে নেমে দুই অপরাজিত ব্যাটসম্যান সতীশ গনেশ এবং বিক্রম দেবনাথ দলকে ২১৮ রানে নিয়ে যান। পঞ্চম উইকেটে দুজন ২৮৯ বল খেলে ১৩৮ রান যোগ করেন। সতীশ ১৬৯ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৮৮ এবং বিক্রম ১৫৫ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করেন। ওই দুজন আউট হওয়ার পর দলনায়ক ঋদ্ধিমান এবং সহ অধিনায়ক মণিশঙ্কর কড়া প্রতিরোধ গড়ে তুলেন। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন ত্রিপুরাকে লিড এনে দেন। সপ্তম উইকেটে দুজন ১৩৮ বল খেলে ১১৭ রান যোগ করেন। ঋদ্ধিমান ৯৬ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৬ এবং মণিশঙ্কর ১০৫ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৪ রান করেন। শেষ দিকে শঙ্কর পাল ১৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ত্রিপুরা ১২১ ওভার ব্যাট করে ৪৩৮ রান করে। চন্ডিগড়ের পক্ষে গুরিন্দর সিং ১১৭ রানে ৪ টি, করণ কাইলা ৫৭ রানে এবং রোহিত ধান্ডা ৭৬ রানে ২ টি উইকেট দখল করেন। ৮২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে স্বাগতিক দল ২৭ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ১১৬ রান করে। দলের পক্ষে শিবম ভামব্রি ৭৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১ রানে এবং আর্শলান খান ৮৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রানে অপরাজিত থেকে যান। ম্যাচে জয় পেতে হলে সোমবার সকালেই জ্বলে উঠতে হবে ত্রিপুরার বোলারদের।