ত্রিপুরা-১৮০
মহারাষ্ট্র-১৩৫/২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। ব্যাটিং ব্যর্থতার ট্র্যাডিশন অব্যাহত। আর তাতেই প্রথম দিনের শেষে ব্যাকফুটে ত্রিপুরা। অনূর্ধ্ব-২৩ কর্ণেল সি কে নাইডু ক্রিকেটে। ঔরঙ্গবাদ জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনের শেষেই ত্রিপুরার উপর জাকিয়ে বসেছে স্বাগতিক মহারাষ্ট্র। সোমবার সকালে যদি ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে না পারেন তাহলে নিশ্চিত মরশুমে চতুর্থ পরাজয়ের সামনে পড়ে যাবে রাজ্যদল। ত্রিপুরার গড়া ১৮০ রানের জবাবে স্বাগতিক মহারাষ্ট্র ২ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। ত্রিপুরা আপাতত এগিয়ে ৪৫ রানে। রবিবার সকালে টস জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপক্ষের সাড়াশি আক্রমণের মুখে উইকেট হারাতে থাকে ত্রিপুরা। দল মাত্র ৪৫.২ ওভার ব্যাট করে ১৮০ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের শেষের দিকের ব্যাটসম্যান-রা যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে স্কোর আরও শোচনীয় হতো। ত্রিপুরার পক্ষে অমিত আলি ২৫ বল খেলে ৪টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, ইন্দ্রজিৎ দেবনাথ ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ (অপ:), তন্ময় ঘোষ ৫১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭, সেন্টু সরকার ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। মহারাষ্ট্র-র পক্ষে এ এস তানপুরে ৪৭ রানে ৫ টি এবং ভিকি ৭১ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে মহারাষ্ট্র ৪২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। দলের পক্ষে এস এ ভীর ১০৭ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে এ এস ধর্মাধিকারী ৯৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং অণিরুদ্ধ সাবালে ৪২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ত্রিপুরার পক্ষে চন্দন রায় ১৩ রানে এবং অমিত আলি ২০ রানে ১ টি করে উইকেট দখল করেন। আজ সকালেএ ম্যাচে ফিরতে বোলারদের দিকে তাকিয়ে থাকবে ত্রিপুরা।