ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। এবারও বেঙ্গলের জয়জয়কার। ২০ তম কুশল জৈন স্মৃতি ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে বেঙ্গল-এর অভিনাংশু বরঠাকুর, একই রাজ্যের মোঃ আদিলকে ৬-১, ৬-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব জিতে নিয়েছে। ডাবলস ইভেন্টে বেঙ্গল জুটি ৬-৩, ৬-৪ সেটে মিজোরাম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মিক্সড ডবলছে বেঙ্গল টিম ৬-১, ৬-০ সেটে মিজোরাম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব ১৬ জাতীয় টেনিস চ্যাম্পিয়নশিপে বেঙ্গল-এর শীর্ষ বাছাই লাভম মাখারিয়া একই রাজ্যের দ্বিতীয় বাছাই নিশান্ত বাজাজ কে ৬-১, ৬-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ত্রিপুরা টেনিস এসোসিয়েশন আয়োজিত তিন দিনব্যাপী দুটো টুর্নামেন্ট আজ সম্পন্ন হয়েছে। কুঞ্জবনস্থিত মালঞ্চ নিবাসে টেনিস কোর্টে প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ, বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন ফার্স্ট সেক্রেটারি আল আমিন, ল্যান্ড পোর্ট অথরিটির রাজ্য প্রধান দেবাশীষ নন্দী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, টেনিস সংস্থার সভাপতি বিধান রায়, সহ-সভাপতি তড়িৎ রায়, সম্পাদক সুজিত রায়, জয়েন্ট সেক্রেটারি অরূপ রতন সাহা ও চিন্ময় দেববর্মা প্রমুখ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।