ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। দারুন এক সাইকেল অভিযান শুরু করলেন আগরতলা সাইক্লোহোলিক্স-এর সাইকেল আরোহীরা। আজ, রবিবার সকাল ৬ঃ৩০ টায় উজ্জ্বয়ন্ত প্যালেসের প্রাঙ্গণ থেকে ২২ সদস্যের অভিযাত্রী দল, নিপুন শৃঙ্খলাবদ্ধ উপায়ে সিপাহীজলা অভিমুখে রওয়ানা হন। এর মধ্য দিয়ে আগরতলা সাইক্লো-হলিক্স জায়ান্ট রাইড জিআরসি-২০২৪ জয় করে নিয়েছে। ভবিষ্যতে সবুজায়ন এবং স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতাবোধ বৃদ্ধির প্রেক্ষাপটে এই ধরনের সাইকেল অভিযানের গুরুত্ব যথেষ্ট। উদ্যোক্তারা মূলতঃ সাইকেল চালানোতে অনেক ভালো দিকের কথা প্রচারে আনতে বিশেষত এই অভিযানের তাৎপর্য বলে উল্লেখ করেন।