চন্ডিগড়-৩৫৬ & ৩৫৯/৩
ত্রিপুরা-৪৩৮ & ১২১/৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি।।প্রত্যাশিতভাবেই অমিমাংশিতভাবে শেষ হলো ত্রিপুরা-চন্ডিগড় ম্যাচ। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে মোক্ষম ৩ পয়েন্ট পেলো ত্রিপুরা। রণজি ট্রফি ক্রিকেটে। চন্ডিগড়ের ৩৫৬ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ৪৩৮ রান করেছিলো। ৮৬ রানে পিছিয়ে থেকে স্বাগতিক দল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৫৯ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ২৭৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ত্রিপুরা দিনের শেষ বল পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১২১ রান করে। আসরে ৬ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১৭। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্বাগতিক দলের আর্শলান জেড খান। ত্রিপুরা মরশুমের শেষ ম্যাচ খেলবে রেলওয়ের বিরুদ্ধে। ত্রিপুরার এম বি বি স্টেডিয়ামে হবে ম্যাচটি। তৃতীয় দিনের বিনা উইকেটে ১১৬ রান নিয়ে খেলতে নেমে সোমবার আরও ২৭৩ রান যোগ করে ৩ উইকেট হারানোর পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন আর্শলান। দুরন্ত ব্যাট করে ১৪৭ রান করেন। ওই রান করতে ১৮৯ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি মারেন। এছাড়া দলের পক্ষে শিবম ভান্ডারি ১৫৪ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৮, দলনায়ক মনন ভোরা ৭২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২ এবং এ কে কৌশিক ২৬ বল খেলে ২৪ রান করেন। ত্রিপুরার পক্ষে পারভেজ সুলতান, শ্রীদাম পাল এবং বিক্রম কুমার দাস ১ টি করে উইকেট দখল করেন। ২৭৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেম ত্রিপুরা দিনের শেষ পর্যন্ত ৩৪.৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১২১ রান করে। ত্রিপুরার পক্ষে বিক্রম কুমার দাস ৯৫ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮ রানে এবং সঙ্কর পাল ২৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ওপেনার বিশাল ঘোষ ৮০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন।