ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত স্পোর্টস এন্ড গেমস ফেস্ট -‘২৪ শুরু হয়েছে আজ। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে। আজ, মঙ্গলবার লুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও ক্রমান্বয়ে ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, দাবা, চাইনিজ চেকার, ব্যাডমিন্টন (ডাবলস) এবং সবশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রাজ্যস্তরীয় আন্ত: প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট এবং ব্যাডমিন্টন সিঙ্গেলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারে অনুষ্ঠিত লুডো প্রতিযোগিতায় বিকাশ ধানুকা চ্যাম্পিয়ন এবং অভিজিৎ মজুমদার রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন সুমিত কুমার সিংহ। সেমিফাইনাল পর্যায়ের খেলায় গৌতম ঘোষকে হারিয়ে অভিজিৎ মজুমদার এবং সুমিত কুমার সিংহকে হারিয়ে বিকাশ ধানুকা ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল। উল্লেখ্য, প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে স্বাগত ভাষণ রাখেন স্পোর্টস সাব-কমিটির কনভেনার অভিষেক দে। চেয়ারম্যান অলক ঘোষ এবং ক্লাবের কার্যকরী সদস্য মনীষ লোধ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য কর্মকর্তারাও টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ও গেমস পরিচালনায় ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। উল্লেখ্য, আগামী ১৭ ফেব্রুয়ারি সাংবাদিকদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককেই ঠিক সাড়ে নয়টার মধ্যে ভোলাগিরি মাঠে রিপোর্ট করতে বলা হচ্ছে।