ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি।। প্রত্যাহার হবে, নাকি নির্বাচন হবে? লাখ টাকার প্রশ্ন বলে বিষয়টাকে ভারিক্কি করে তোলার কোন মানে নেই। কেননা এই প্রশ্নের মেয়াদকাল সাকূল্যে আর কয়েক ঘন্টা। ইতোমধ্যেই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটে যাবে। অন্ততপক্ষে রাজ্যের বৃহত্তম অর্থ ভাণ্ডারের ক্রীড়া সংস্থা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচনী ডামাডোল। এক পক্ষ বলছেন নির্বাচন হবেই। আরেক পক্ষ প্রচারে রয়েছেন যে সকল পদের জন্য একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সে ক্ষেত্রে একজন করে প্রার্থীকে মিলি ঝুলি করে রেখে দিয়ে অতিরিক্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন আগামী ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে খবর রয়েছে, ইলেকশন আধিকারিক এর পক্ষ থেকে প্রকাশিত নোটিশ অনুযায়ী। প্রাক নির্বাচনী কার্যসূচী নির্ঘণ্ট অনুযায়ী একে একে সমাধান হতে হতে আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন চলে এসেছে। ভোটার হাতেগোনা ৩৩ থেকে ৩ বিয়োগ হয়ে ৩০ জন। পদ হিসেবে অফিস বেয়ারার পাঁচ জন এবং কাউন্সিলর একজন। মোট ছয়টি পদের জন্য নির্বাচনী আসরে মনোনয়নপত্র দাখিল নিয়ে অনেকটা জল্পনা-কল্পনার তৈরি হয়েছে। সহ-সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদকের তিনটি পদে প্রার্থী সংখ্যা একজন করে রয়েছে বলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তাঁরা নির্বাচিত হতে যাচ্ছেন বলে খবর। অবশিষ্ট তিনটি পদ নিয়ে টানা পোড়েন বিস্তর। আগামীকাল তারও অবসান ঘটবে বলে অনুমেয়।