ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি।। শেষ প্রস্তুতি সেরে নিলেন ত্রিপুরা এবং রেলওয়েজ-এর ক্রিকেটাররা। আগামীকাল শুক্রবার থেকে মুখোমুখি হচ্ছে দু-দল। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে হবে চার দিনের ওই ম্যাচটি। লীগ পর্যায়ে দুদলেরই সপ্তম তথা অন্তিম ম্যাচ। আসরে এপর্যন্ত ৬ ম্যাচ খেলে রেলওয়েজ-এর পয়েন্ট ১৮ এবং ত্রিপুরার পয়েন্ট ১৭। আসরে রেলওয়েজ ২টি ম্যাচ হারলেও ত্রিপুরা কিন্তু পরাজয়ের মুখ দেখেছে একটিতে। মন্দ আলোর জন্য দুটি ম্যাচে খেলাই হয়নি বলা চলে। নতুবা ত্রিপুরা আরও ভালো জায়গায় থাকতো। ৫ থেকে ৮ জানুয়ারি এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা ২৩৭ রানের ব্যবধানে গোয়াকে পরাজিত করেছিল। পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে তামিলনাড়ু ও পাঞ্জাবের বিরুদ্ধে খেলা অসম্পূর্ণভাবে শেষ হয়েছিল। এমনকি প্রথম ইনিংসের হিসেব-নিকেশও শেষ হয়নি। ২৬ থেকে ২৯ জানুয়ারি এমবিবি স্টেডিয়ামেই ২৯ রানের ব্যবধানে কর্ণাটকের কাছে ত্রিপুরা হেরেছিল। ২ থেকে ৫ ফেব্রুয়ারি আমেদাবাদে ১৫৬ রানের ব্যবধানে ত্রিপুরা গুজরাটকে পরাজিত করেছিল। ৯ থেকে ১২ ফেব্রুয়ারি চন্ডিগড়ে ড্র ম্যাচ থেকে ত্রিপুরা প্রথম ইনিংসে লিড নেওয়ায় ৩ পয়েন্ট পেয়েছে। রেলওয়েজ-এর বিরুদ্ধেও ভালো খেলা নিয়ে আত্মবিশ্বাসী ত্রিপুরা। এই ম্যাচে কিন্তু আবহাওয়া কোনও ফ্যাক্টর হচ্ছে না। বৃহস্পতিবার সকালে দু-দলই শেষ প্রস্তুতি সেরে নেয়। প্রথম একাদশে কারা খেলবে তা স্থির হবে আগামীকাল মাঠে নামার পর। তবে পুরোনো ম্যাচগুলির খতিয়ান দেখেই প্রথম একাদশ গড়তে চলেছে ত্রিপুরা দলের ম্যানেজমেন্ট। আজ বৃহস্পতিবার, প্রত্যাশিত কয়েক ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। এদিকে ত্রিপুরা জয় করতেই এ রাজ্যে আসা, তা রেলওয়েজের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে করা যাচ্ছে। অনুশীলনে গোটা দলকে যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। ফলে ২২ গজে আগামী ৪ দিন ব্যাটে-বলের জোড়দার লড়াই হবে আশা করছেন ক্রিকেট প্রেমীরা।