ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি।। ইউনিটি গ্রূপের উদ্যোগে কোম্পানি মাঠে শুরু হলো সেভেন এ সাইড দিবা রাত্রির ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করলেন নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ। সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। এলাকার প্রবীণ লোকদের দিয়ে টুর্নামেন্টের উদ্ভোধনী ম্যাচ সম্পন্ন হলো। অতিথিরা ম্যাচের পূর্বে একে একে দুই দলের খেলোয়াড়দের সঙ্গেই পরিচিত হলেন। এই আসরে চ্যাম্পিয়ন দল পাবে সুদৃশ্য হিরো বাইক ও ট্রফি। রানার্স দল পাবে ৪৩ ইঞ্চি টিভি সহ ট্রফি। প্রায় ৪০ টি মতো দল এন্ট্রি নিয়ে নিয়েছে। আগামীতে আরও দল এন্ট্রি নেবে বলেই আশাবাদী আয়োজকরা। নেশা মুক্ত সমাজ গঠন করতেই এই উদ্যোগ বলে জানালেন আয়োজক কমিটির প্রতিনিধিরা।