ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্য জুড়ে পুলিশের উদ্যোগে বিভিন্ন প্রকারের সামাজিক এবং প্রাসঙ্গিক কর্মসূচি হয়ে চলছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার তেলিয়ামুড়াতে এক ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন হলো। এই টুর্নামেন্টের দুই সেরা দল হিসেবে তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাব এবং তেলিয়ামুড়া পুলিশ স্টেশন মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় তেলিয়ামুড়া পুলিশ স্টেশন মহকুমা প্রেসক্লাবকে ২ – ১ সেট এ পরাজিত করে। খেলা শেষে বিজয়ী এবং রানার্স দলের হাতে পুরস্কার ও তুলে দেওয়া হয়। এই পর্বে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ, সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরী, তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা আয়োজন সম্পর্কে রাজীব দেবনাথ বলেন, পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবেই দিনের এই আয়োজন। এই ক্রীড়া প্রতিযোগিতাকে সাফল্যমন্ডিত করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই ভলিবল প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হলো ময়দানে।
Your writing is a true testament to your expertise and dedication to your craft. I’m continually impressed by the depth of your knowledge and the clarity of your explanations. Keep up the phenomenal work!