More
    HomeSports Newsখেলো ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয় যোগাসন ইভেন্টের পুরস্কার বিতরণ আজ

    খেলো ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয় যোগাসন ইভেন্টের পুরস্কার বিতরণ আজ

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। আন্তঃ বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা বেশ জমজমাট পর্যায়ে। আগামীকাল অন্তিম দিনে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগে দলগত সাফল্য অর্জনকারীদের হাতে পদক তুলে দেওয়া হবে। খেলো ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয় যোগাসন প্রতিযোগিতার দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে পুরুষ বিভাগে সাবিত্রী বাই ফুলে পুনে ইউনিভার্সিটি, পাঞ্জাবের লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি, হরিদ্বারের দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়, হিসারের গুরু জাম্বেেশ্বর ইউনিভার্সিটি প্রথম সারিতে রয়েছে। একইভাবে মহিলা বিভাগে স্বাগতিক রাজ্যের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলকে ছাপিয়ে ইউনিভার্সিটি অফ কল্যানী, কিট ইউনিভার্সিটি উড়িষ্যা, কেরালার ইউনিভার্সিটি অফ কালিকট, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এবং ইউনিভার্সিটি অফ বর্ধমান শীর্ষ তালিকায় রয়েছে। ‌ আগামীকাল তাদের মধ্য থেকেই চ্যাম্পিয়ন, রানার্স ও তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবে। আগামীকাল বিকেল তিনটায় এন এস আর সি সি-র ইনডোর হলে প্রতিযোগিতার পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী ড. প্রফেসর মানিক সাহা উপস্থিত থাকবেন। এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিশেষ অতিথি হিসেবে দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. প্রশান্ত কুমার দাস সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img