More
    HomeSports Newsমডার্ন ক্লাবে আয়োজিত দাবায় ব্যাপক সাড়া, চ্যাম্পিয়ন স্বপ্নীল

    মডার্ন ক্লাবে আয়োজিত দাবায় ব্যাপক সাড়া, চ্যাম্পিয়ন স্বপ্নীল

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। নজীর বিহীন ঘটনা। ত্রিপুরার দাবার ইতিহাসে। নজীর বিহীন ঘটনাটি ঘটে ভট্টপুকুর মডার্ণ ক্লাবে। রবিবার ওই ক্লাবে দাবার আসরের আয়োজন করেছিলো। তাতে অংশ নিয়েছিলেন প্রায় ৯৬ জন দাবাড়ু। কিন্তু আসরে অংশ নিয়ে খেলতে গিয়েই কপালে ভঁাজ অভিভাবকদের। খেলা হবে ৪ তলায়, যেখানে প্রাকৃতিক কাজ করার কোনও জায়গা নেই। নেই পর্যাপ্ত আলো। সবথেকে বেশী অবাক করার বিষয় হলো ৯৬ জন দাবাড়ুর জন্য দরকার ৪৮ টি টেবিলের। দেখা যায় ২৮ এর বেশী টেবিল নেই। এ নিয়ে অভিভাবকরা ক্ষেপে যান। শেষে পরিস্থিতি বেগতিক দেখে যে সকল দাবাড়ুরা খেলতে চাননি ওই অব্যবস্থায় তাদের টাকা ফেরৎ দেন উদ্যোক্তারা। প্রশ্ন দেখা দিয়েছে, যখন জায়গার সংকুলতা রয়েছে তখন কেনও এতজন দাবাড়ু-‌র এন্ট্রি নিলেন উদ্যোক্তার। শেষ পর্যন্ত ৬২ জন দাবাড়ুকে নিয়ে আসর করা হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছেন স্বপ্নিল দে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img