কর্ণাটক: ২৪১, ১৫১
ত্রিপুরা: ২০০, ১৬৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। চতুর্থ ম্যাচের মাথায় এই প্রথম হারের মুখ দেখলো ত্রিপুরা দল। রঞ্জি ট্রফির ম্যাচে। তাও ঘরের মাঠে কর্নাটকের কাছে ২৯ রানের ব্যবধানে হারতেই হলো ত্রিপুরাকে। ক্রিকেটপ্রেমীরা কিন্তু দারুন একটা জয়ের আশা করেছিল। এদিকে প্রফেশনাল ক্রিকেটার সুদীপ চ্যাটার্জির পাশাপাশি আর এক- দুজন যদি ধরে খেলতে পারতো তবে হয়তো ফলাফল বিপরীত হতো। প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে ২৩৭ রানের ব্যবধানে জয়ের পর শিবিরে যেমন মনোবল অনেকটা বেড়ে গেছিল। পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে তামিলনাড়ুর সঙ্গে প্রথম ইনিংস অসমাপ্ত, ড্র ম্যাচে দুই-দুই পয়েন্ট এবং পাঞ্জাব ম্যাচেও প্রথম ইনিংস অসমাপ্ত, ড্র ম্যাচে দুই-দুই পয়েন্টে ত্রিপুরা দল অপরাজিত মেজাজে কর্নাটকের বিরুদ্ধে জয়ের প্রত্যাশা করেছিল। প্রথম ইনিংসে ৪১ রানের পিছিয়ে থাকা একটা ফ্যাক্টর কাজ করলেও দ্বিতীয় ইনিংসে সুদীপের বিপরীতে কেউ তেমন দাঁড়াতে পারেনি বলে আখেরে ম্যাচটা হাতছাড়া হলো ত্রিপুরার। প্রথমে ব্যাট করতে নেমে কর্নাটকের ২৪১ রানের জবাবে ত্রিপুরা ২০০ রানে ইনিংস শেষ করে। দ্বিতীয় ইনিংসে কর্ণাটক ১৫১ রান সংগ্রহ করলে জয়ের জন্য ত্রিপুরার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৯২ রানের। অতঃপর দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের খেলায় ত্রিপুরার সামনে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যমাত্রা ছিল। সেস্থলে ত্রিপুরা শেষ পর্যন্ত ১০৪ রান যোগ করে ১৬৩ রানে ইনিংস শেষ করলে কর্ণাটক ২৯ রানের ব্যবধানে জয়ী হয়ে পুরো ছয় পয়েন্ট ছিনিয়ে নেয়।