ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। তৃতীয় জয় অর্থাৎ জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ত্রিপুরা আগামীকাল অন্ধ্রের মুখোমুখি হচ্ছে। বিসিসিআই আয়োজিত মহিলাদের জাতীয় অনূর্ধ্ব ২৩ এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট ত্রিপুরা অন্ধ্রের খেলা আগামীকাল কলকাতার সল্টলেকে যাদবপুর ইউনিভার্সিটির দ্বিতীয় কমপ্লেক্সে। ইতোমধ্যে ত্রিপুরা মহিলা দল অনূর্ধ্ব ২৩ প্রথম ম্যাচে পুদুচেরিকে ৫ উইকেটে হারিয়ে মনোবল বৃদ্ধি করে, দ্বিতীয় ম্যাচে মণিপুরকে ৪৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ গ্রহণ করে নিয়েছে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন প্রথম ম্যাচে টস জিতে ত্রিপুরা দল প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে পুদুচেরিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ৪৫.৩ ওভার খেলে ১০০ রানে পুদুচেরি ইনিংস শেষ করলে জবাবে ত্রিপুরা ৩৪.৪ ওভার খেলে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ২৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা দল টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪৫.১ ওভার খেলে ১২৯ রানে ইনিংস শেষ করে। জবাবে ব্যাট করতে নেমে মণিপুরের ইনিংস গুটিয়ে যায় ৮১ রানে। ৪৬.৫ ওভার খেলে। আগামীকাল ত্রিপুরা দল অন্ধ্রের বিরুদ্ধে কেমন খেলে তাই এখন দেখার বিষয়।