More
    HomeSports Newsনর্থ-ইস্ট ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট ফাইনালে আজ ত্রিপুরা-গুয়াহাটির লড়াই

    নর্থ-ইস্ট ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট ফাইনালে আজ ত্রিপুরা-গুয়াহাটির লড়াই

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। ত্রিপুরা ইউনিভার্সিটি ক্রিকেট টিম এখন ফাইনালে। খেতাবি লড়াইয়ে খেলবে গুয়াহাটি ইউনিভার্সিটি-র বিরুদ্ধে। আজ, মঙ্গলবার সেমিফাইনাল ম্যাচে ডিব্রুগড় ইউনিভার্সিটি কে ২ উইকেটের ব্যবধানে পরাজিত করে রোমাঞ্চকর জয় ছিনিয়ে ত্রিপুরা ইউনিভার্সিটি টিম ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। অরুণাচল প্রদেশে রাজীব গান্ধী ইউনিভার্সিটি আয়োজিত নর্থ-ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে টস জিতে ত্রিপুরা ইউনিভার্সিটি টিম প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ডিব্রুগড় ইউনিভার্সিটি টিমকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যাওয়ার চার বল বাকি থাকতে ডিব্রুগড় ইউনিভার্সিটি টিম সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সম্ভব আগরওয়াল সর্বাধিক ৩৬ রান পায়। ত্রিপুরা ইউনিভার্সিটি টিমের রাজদীপ দত্ত, বিপিন কুমার, সরাব সাহানি ও অর্কজিৎ রায় প্রত্যেকের দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা ইউনিভার্সিটি টিম নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার ৮ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সরাব সাহানির অনবদ্য অপরাজিত ৪১ রান এবং নবারুণ ঘোষের ২৭ রান উল্লেখযোগ্য। ‌ এদিকে, অপর সেমিফাইনালে গুয়াহাটি ইউনিভার্সিটি, আয়োজক রাজীব গান্ধী ইউনিভার্সিটি কে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামীকাল সকাল দশটা থেকে রাজীব গান্ধী ইউনিভার্সিটি এক নম্বর গ্রাউন্ডে ত্রিপুরা ইউনিভার্সিটি ও গুয়াহাটি ইউনিভার্সিটি-র মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img