More
    HomeLocal News১০ টাকার কয়েন লেনদেন বিতর্ক অবসানের উদ্যোগ

    ১০ টাকার কয়েন লেনদেন বিতর্ক অবসানের উদ্যোগ

    আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। ত্রিপুরা রাজ্যে বেশ কিছু জায়গায় দশ টাকার কয়েন লেনদেন করতে অসুবিধে হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাংক অনেকসময় দশ টাকার কয়েন-এর লেন দেনে অনীহা প্রকাশ করে। মার্কেটেও দেখা যাচ্ছে দশ টাকার নোট পর্যাপ্ত পরিমাণে নেই।
    এই সমস্ত সমস্যা নিয়ে সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিত সিংহ রায়ের সঙ্গে আলোচনা করা হয়, এবং উনি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। পাশাপাশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আগরতলার প্রধান এবং অন্যান্য আধিকারিকের সাথে এই ব্যাপারে আলোচনা করা হয়। ওনারাও ইতোমধ্যে রাজ্যের সর্বত্র দশ টাকার কয়েন লেন দেন স্বাভাবিক করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবেন বলে জানিয়েছেন। সাক্ষাৎকার এবং আলোচনায় উভয় ক্ষেত্রেই অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের প্রতিনিধি দলে সভাপতি তুষার চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি সুজিত রায়, প্রাণ গোপাল সাহা, অভিজিৎ দেব, অশোক সাহা, জহরলাল বণিক, তপন মালাকার এবং অন্যান্য পদাধিকারীগণ উপস্থিত ছিলেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img