More
    HomeSports Newsসাব্রুমের জলেফায় স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার প্রাথমিক পর্যবেক্ষণ সম্পন্ন

    সাব্রুমের জলেফায় স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার প্রাথমিক পর্যবেক্ষণ সম্পন্ন

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমায় স্পোর্টস কমপ্লেক্স গড়ে উঠার প্রস্তুতি জোরকদমে। প্রাথমিক পর্বের কাজ তথা ল্যান্ড অ্যালটমেন্ট-এর জন্য জমি পর্যবেক্ষণের কাজটি আজ সম্পন্ন হলো সম্পূর্ণ গঠন মূলক চিন্তাধারায়। স্থান সাব্রুম ডিগ্রী কলেজের সন্নিকটে। পরিমাপ ১.৩৪ একর। পশ্চিম জলেফা মৌজার হরিনা তালুকে খতিয়ান নম্বর ২/১২। প্লট নম্বর ৫২৩০/পি। শ্রেণীবিভাগে জমির প্রকৃতি টিলাভূমি হলেও কনস্ট্রাকশন কাজ শুরুতেই তা স্পোর্টস কমপ্লেক্সের উপযুক্ত করে তোলা হবে। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার এসডিএম শিবজ্যোতি দত্ত-এর পরামর্শক্রমে আজ, মঙ্গলবার সাব্রুম এমএমডি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মুকেশ মিত্র, শান্তিরবাজার ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আদিত্য কুমার দাস, পূর্ত দপ্তরের এসডিও থাইসা মগ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. মিহির শীল প্রমূখ নির্দিষ্ট স্থান সরেজমিনে পর্যবেক্ষণ করে আসেন। তাঁদের সম্মিলিত রিপোর্টের উপর পরবর্তী কার্যক্রম অতিদ্রুত এগিয়ে যাবে বলে ক্রীড়া মহলের অনুমান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img