More
    HomeSports Newsরঞ্জি :‌ ঋদ্ধিমানের অর্ধশতক সত্বেও ব্যাটিং ব্যর্থতার দায়ে ব্যাকফুটে ত্রিপুরা

    রঞ্জি :‌ ঋদ্ধিমানের অর্ধশতক সত্বেও ব্যাটিং ব্যর্থতার দায়ে ব্যাকফুটে ত্রিপুরা

    ত্রিপুরা-‌১৪৬
    গুজরাট-‌১২৭/‌৪

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।।
    প্রথম দিনেই যেনও পরাজয়ের কবর খুড়ে নিলো ত্রিপুরা। শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতার কারণে। গুজরাটের বিরুদ্ধে রণজি ট্রফি ক্রিকেটে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ‘‌বি’ মাঠে ত্রিপুরার অধিনায়ক ঋদ্ধিমান সাহা ছাড়া কোনও ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলস্বরূপ ত্রিপুরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। জবাবে প্রথমে দিনের শেষে স্বাগতিক গুজরাট ৪ উইকেট হারিয়ে ১২৭ রান করে। স্বাগতিক দল পিছিয়ে ১৯ রানে। ঋদ্ধিমান ৫৯ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। লাল মাটির উইকেটে শুরু থেকেই নড়বড়ে ছিলো ত্রিপুরার ইনিংস। শেষ দিকে ঋদ্ধিমানের সঙ্গে শঙ্কর পাল যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে ত্রিপুরার স্কোর সম্ভবত ১০০ রানের গন্ডি পার হতোনা। অষ্টম উইকেটে ওই দুই ব্যাটসম্যান ৬৮ বল খেলে ৪৩ রান যোগ করেন। ঋদ্ধিমান ৬২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ এবং শঙ্কর ৪২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। এছাড়া রাজ্যদলের পক্ষে ওপেনার বিশাল ঘোষ ৪২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং বিক্রম কুমার দাস ৪৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ত্রিপুরা ৪৭.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান করে। গুজরাটের পক্ষে এস এ দেশাই ৪৩ রানে এবং এন নাগাওল্লা ৪৭ রানে ৪ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথমে দিনের শেষে গুজরাট ৩৯.‌২ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান করে। ‌ দলের পক্ষে সিতীজ প্যাটেল ৪১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া দলের পক্ষে শুনপ্রীত বাগ্গা ১০৪ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪২, পি কে পাঞ্চল ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং এস এ দেশাই ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ত্রিপুরার পক্ষে পারভেজ সুলতান ৩৬ রানে ২ টি উইকেট দখল করেন। ত্রিপুরা এখন এগিয়ে ১৯ রানে। ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় দিন সকালে বল হাতে জ্বলে উঠতে হবে ত্রিপুরাকে। নতুবা পরাজয়ের গ্লানি নিয়েই ওই রাজ্য ছাড়তে হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img