More
    HomeSports Newsকর্ণেল সি কে নাইডু ট্রফির শেষ দুটি ম্যাচের জন্য ত্রিপুরা দল ঘোষিত

    কর্ণেল সি কে নাইডু ট্রফির শেষ দুটি ম্যাচের জন্য ত্রিপুরা দল ঘোষিত

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। কর্নেল সি কে নাইডু ট্রফির শেষ দুটি ম্যাচ বাকি। যথাক্রমে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলার জন্য রাজ্য দল ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ঔরঙ্গাবাদে, সেখানকার ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। গ্রুপ লীগের সপ্তম তথা অন্তিম ম্যাচ ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি বোকারোর বি এস এল ক্রিকেট স্টেডিয়ামে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কোয়া কমিটির স্বাক্ষরিত প্রেস রিলিজে ১৫ সদস্য বিশিষ্ট রাজ্যদল ঘোষণার পাশাপাশি সাতজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে, যাঁরা যথারীতি প্র্যাক্টিস এর মধ্যে থাকবে। ঘোষিত দল:‌ সেন্টু সরকার (‌অধিনায়ক), দ্বীপজয় দেব, তন্ময় দাস, শচীন শর্মা, চন্দন রায়, সন্দীপ সরকার (সহ অধিনায়ক), কাজল সূত্রধর, অভিজিৎ দেববর্মা, ইন্দ্রজিৎ দেবনাথ, দেবরাজ দে, দিপেন বিশ্বাস, অমিত আলী, দুর্লভ রায়, রিয়াজ উদ্দিন, তন্ময় ঘোষ। স্ট্যান্ডবাই:‌ দীপ্তনু চক্রবর্তী, আনন্দ ভৌমিক, সপ্তজিৎ দাস, সাহিল সুলতান, পামির দেবনাথ, নবারুণ চক্রবর্তী, ঋতুরাজ ঘোষ রায়। ম্যানেজার: পার্থ সারথি গুপ্ত, কোচ:‌ বিশ্বজিৎ পাল, লিয়াকত আলি খান, সহকারি কোচ:‌ বিশ্বজিৎ দে, ফিজিও:‌ রাজেশ কুমার মোদক, ট্রেণার:‌ রাকেশ প্যাটেল, ম্যাসিউর: বিশাল দীক্ষিত, লজিস্টিক ম্যানেজার অভিলাশ সিনহা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img