More
    HomeSports Newsনাইডু : দ্বিতীয় জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ থেকে মহারাষ্ট্রের মুখোমুখি

    নাইডু : দ্বিতীয় জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ থেকে মহারাষ্ট্রের মুখোমুখি

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ১০ ফেব্রুয়ারি।। এবার ষষ্ঠ ম্যাচ, প্রতিপক্ষ মহারাষ্ট্র। ‌অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফি ক্রিকেটে নিজেদের ঘরের মাঠে তৃতীয় ম্যাচে সফরকারি উড়িষ্যার বিপক্ষে ইনিংসে লিড নিয়ে ম্যাচ ড্র করে প্রথম তিন পয়েন্ট ঝুলিতে সংগ্রহ করার পর, পঞ্চম বেঁচে ফের ঘরের মাঠে আসাম কে ৪৯ রানে হারিয়ে পুরো ৬ পয়েন্ট নিয়ে মোট ৯ পয়েন্টের সুবাদে আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে ত্রিপুরা। ‌আগামীকাল ৬ষ্ঠ ম্যাচ খেলতে নামবে ত্রিপুরা। চার দিনের ম্যাচে এবার ত্রিপুরার প্রতিপক্ষ মহারাষ্ট্র। ঔরাঙ্গাবাদে ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম গ্রাউন্ডে আয়োজিত দুই দলের চূড়ান্ত ব্যাট বলের লড়াই শুরু হবার আগে ক্রিকেটাররা শনিবার সেরে নিল তাদের শেষবারের মতো অনুশীলন। এদিন দীর্ঘ সময় ক্রিকেটাররা অনুশীলন করে মাঠে। তবে পঞ্চম ম্যাচে আসামের বিপক্ষে মাঠে নামা দলটি একটু পরিবর্তন করে মহারাষ্ট্রের বিপক্ষে নামার সম্ভাবনা রয়েছে। লক্ষ্য একটাই পয়েন্ট ছিনিয়ে নেওয়া। এবারের এই টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে যথাক্রমে চন্ডিগড় ও পাঞ্জাবের কাছে ইনিংসে জঘন্য পরাজয় স্বীকার করার পর ত্রিপুরা ঘরের মাঠে খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। অবশেষে এতে সফলও পায় দল। ব্যাট বল উভয় বিভাগেই তৃতীয় ম্যাচে এবং পঞ্চম ম্যাচে খানিকটা লড়াই করতে সক্ষম হয় ক্রিকেটাররা। তাই গত ম্যাচের সাফল্য ধরে রাখার প্রত্যাশা নিয়েই আগামীকাল রবিবার থেকে মহারাষ্ট্রের মুখোমুখি হতে চলেছে রাজ্যের ক্রিকেটাররা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img