ত্রিপুরা: ১৮০, ২৬/১
মহারাষ্ট্র: ৪৪৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি।। নাইডু ট্রফিতে সঙ্গীন অবস্থায় ত্রিপুরা ক্রিকেট দল। হাতে আর নয় জন ব্যাটসম্যান বর্তমান। টার্গেট নেহাৎ কম নয়, একেবারে ২৩৭ রান। তাও শুধুমাত্র ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে। এককথায় আরও একটা ইনিংস পরাজয়ের তকমা গায়ে মাখতে চলেছে অনূর্ধ্ব ২৩ ত্রিপুরা দলের ক্রিকেটাররা। প্রতিপক্ষ মহারাষ্ট্র। রাজ্য দলের বোলারদের বাগে পেয়ে মহারাষ্ট্রের ব্যাটার্সরা এতটাই আস্ফালন দেখিয়েছে, ত্রিপুরা দলের প্রথম ইনিংসের ১৮০ রানের জবাবে মহারাষ্ট্র ৪৪৩ রান সংগ্রহ করে নেয়। ২৬৩ রানে পিছিয়ে থাকার অর্থ অনেকটাই নিজেদের অস্থির করে তোলা। আগামীকাল ম্যাচের তৃতীয় দিন। কর্নেল সি কে নাইডু ট্রফি পুরুষদের অনূর্ধ্ব ২৩ চার দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলায় ত্রিপুরা মহারাষ্ট্রের ম্যাচ চলছে ঔরঙ্গাবাদে ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে। রবিবার টস জিতে ত্রিপুরা দলের অধিনায়ক সেন্টু সরকার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪৫.২ ওভার খেলে ১৮০ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে অমিত আলীর ৩৫ রান ও ইন্দ্রজিৎ দেবনাথ এর অপরাজিত ৩০ রান কিছুটা উল্লেখ করার মতো। মহারাষ্ট্রের তানপুরে একাই পাঁচটি উইকেট পেয়েছে ৪৭ রানের বিনিময়ে। মহারাষ্ট্র দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে দুই উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছিল। আজ, দ্বিতীয় দিন সোমবার অবশিষ্ট ৮ উইকেটের বিনিময়ে ৩০৮ রান যোগ করে ইনিংস ৪৪৩ এ পৌঁছায়। দলের পক্ষে বীর এর ১৬২ রান কার্টের ১২৪ রান বেশ উল্লেখযোগ্য। ত্রিপুরা দলের অমিত আলী চারটি দেবরাজ দে তিনটি, চন্দন রায় দুটি এবং অভিজিৎ দেববর্মা একটি উইকেট পেয়েছে। ২৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ত্রিপুরার ব্যাটার্সরা দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৮ ওভার খেলার সুযোগ পায়। ইতোমধ্যে এক উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে। ঠিক এই মুহূর্তে ত্রিপুরা দল ২৩৭ রানে পিছিয়ে রয়েছে। হাতে অবশিষ্ট ব্যাটসম্যান নয় জন। উইকেটে অবস্থানকারী তন্ময় দাস ১০ রানে এবং চন্দন রায়ের দিকে তাকিয়ে রাজ্যের ক্রিকেট মহল।